নারায়ণগঞ্জে লঞ্চডুবির দু দিন পরে উদ্ধার করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১৩-১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুল্লাহ আল জাবেরের মরদেহ।
আজ মঙ্গলবার সকালে শীতলক্ষ্যা সেতুর দক্ষিণপাড়ের শাহ সিমেন্ট এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর পরিবার তার পরিচয় নিশ্চিত করেছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, সকালে শীতলক্ষ্যা সেতুর দক্ষিণপাড়ের শাহ সিমেন্ট এলাকায় জাবেরের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবার তার পরিচয় নিশ্চিত করেছে।
জাবেরের বাবা ওয়াদুদ সিদ্দিক জানান, জাবের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। দেড় মাস আগে বিয়ে করেছেন। ছুটির দিন তিন বন্ধুর সঙ্গে তিনি নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জ যাচ্ছিলেন। লঞ্চডুবির পর তার তিন বন্ধু সাঁতরে পারে উঠলেও জাবেরের খোঁজ পাওয়া যাচ্ছিল না।
নৌ থানার ওসি মনিরুজ্জামান বলেন, আরও এক শিশুর মরদেহ তীরে আনা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
জাবেরের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায়।