‘তরুণ তুর্কিরা’ হুট করে মাথা গরম করবে না, ভোট বাড়বে: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৯, ২০২৩, ০৬:৪৭ পিএম

‘তরুণ তুর্কিরা’ হুট করে মাথা গরম করবে না, ভোট বাড়বে: ওবায়দুল কাদের

ছবি: দ্য রিপোর্ট ডট লাইভ

বাংলাদেশের আসছে জাতীয় সংসদ নির্বাচন মার্কিন যুক্তরাষ্ট্র অবাধ ও সুষ্ঠু দেখতে চায় এবং এক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলেও দেশটি বলে দিয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এসময় আওয়ামী লীগের তরুণ নেতাকর্মীদের ‘তুর্কি’  আখ্যা দিয়ে তাদের হুট করে মাথা গরম না করার পরামর্শ দেন তিনি।

বুধবার (১৯ জুলাই) ঢাকা মহানগর উত্তর শাখা আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, “আমেরিকা বলে দিয়েছে তত্ত্বাবধায়ক আমাদের প্রয়োজন নেই। বিএনপির মাথা খারাপ হয়ে গেছে। মানুষের শক্তি যখন কমে তখন মুখের বিষ বেড়ে যায়। তারা অকথ্য ভাষায় কথা বলে।

আওয়ামী লীগের বিশাল তরুণ তুর্কিদের হুট করে মাথা গরম না করার পরামর্শ দিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, “মাথা গরম করো না। আমরা শান্তিপূর্ণ পরিবেশ চাই। যত শান্তি বজায় থাকবে আমাদের ভোট বাড়বে।”

এসময় তিনি আরও বলেন, “বিএনপি এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছে। প্রতিবাদ করতে হবে। প্রতিরোধ করতে হবে। নির্বাচন করবেন এটা আপনাদের অধিকার। কিন্তু বাধা দিতে আসবেন? আমরা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করব।“

গতকালের মতো বুধবারও টানা দ্বিতীয় দিনের মতো রাজধানীতে ‘শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা’ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। রাজধানীর তেজগাঁওয়ের সাতরাস্তা এলাকা থেকেই শুরু হয় শোভাযাত্রা। সেখান থেকে মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনালের সামনে পর্যন্ত শোভাযাত্রা করে ক্ষমতাসীন দলটি।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজনে এই শোভাযাত্রা শুরু হওয়ার আগে সমাবেশ অনুষ্ঠিত হয়। সাতরাস্তা এলাকায় শহীদ তাজউদ্দীন আহমদ অ্যাভিনিউতে অবস্থিত কেন্দ্রীয় ঔষধাগারের সামনে ট্রাকে সমাবেশের মঞ্চ করা হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ কেন্দ্রীয় নেতাদের অনেকে বক্তব্য রাখেন।

Link copied!