তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ৯, ২০২৩, ০৯:১২ এএম

তিনদিনের সফরে ঢাকায় আসছেন যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী

তিন দিনের সফরে যুক্তরাজ্যের ইন্দো-প্যাসিফিক স্ট্র্যাটেজি (আইপিএস) বিষয়ক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান ঢাকায় আসছেন। গত অক্টোবরে আইপিএসের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো সফর করছেন তিনি। 

শুক্রবার (১০ মার্চ) নেপাল হয়ে ঢাকা আসবেন অ্যান-মেরি।

এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন আইপিএস প্রতিমন্ত্রী। এছাড়াও পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সাথে বৈঠক করবেন তিনি। পাশাপাশি নাগরিক সমাজ ও গণমাধ্যমের সাথে মতবিনিময় এবং কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ব্রিটিশ প্রতিমন্ত্রীর এই সফরে প্রাধান্য পাবে ‘আইপিএস’ ইস্যু। গণতন্ত্র, রাজনীতি, অর্থনীতি, মৌলিক মানবাধিকারসহ দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রাধিকার, সমসাময়িক বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়ে আলোচনা হতে পারে।

অ্যান-মারির সফরে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধিতে গবেষণা, উদ্ভাবন, বিনিয়োগ ও প্রযুক্তি বিনিময়, বঙ্গোপসাগর ঘিরে দেশগুলো মধ্যে কানেকটিভিটি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় অভিন্ন পদক্ষেপ, জ্বালানি হাব তৈরিসহ ছয়টি বিষয়কে প্রাধান্য দেবে বাংলাদেশ।

Link copied!