রাজধানীর তুরাগের কামারপাড়া এলাকায় ভাঙারি দোকানে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার ভোর ৩টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃতের নাম আল আমিন (৩৫)। এ নিয়ে বিস্ফোরণের ঘঠনায় মৃতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়াল।
আল আমিনের মৃত্যুর বিষয় নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন।
হাসপাতালের চিকিৎসকরা গণমাধ্যমকে জানিয়েছেন, আল আমিনের শরীরের ৭৫ ভাগ দগ্ধ ছিল। হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। মোট দগ্ধ ৮ জনের মধ্যে ৬ জনেরই মৃত্যু হলো।
এর আগে মৃত পাঁচ জন হলেন-ভাঙারির দোকানের মালিক মাজহারুল, রিকশাচালক নুর হোসেন, মিজানুর রহমান মিজান, মাসুম আলী ও মিস্ত্রি আলম মিয়া।
প্রসঙ্গত, গত শনিবার (৬ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে তুরাগের দক্ষিণ রাজাবাড়ির গাজী মাজাহারুল ইসলামের ভাঙারির দোকান ও অটোরিকশার গ্যারেজে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরই গ্যারেজে আগুন লেগে যায়। এ দুর্ঘটনায় গ্যারেজ ও ভাঙারির দোকানের মালিক, অটোরিকশা চালকসহ ৮ জন দগ্ধ হন।