তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ ২

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ২, ২০২১, ১২:১০ এএম

তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ ২

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় বিস্ফোরণের ঘটনায় ২জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটতে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১ অক্টোবর) রাত ৯টার দিকে এই দূর্ঘটনা ঘটে। বিস্ফোরণের কারণ এখনো জানা যায়নি।

দগ্ধ হওয়া দুইজনই শিক্ষার্থী। একজনের নাম ইয়াসিন তালুকদার (৩১)। তার বাড়ি চাঁদপুর। অপর শিক্ষার্থীর নাম জিতু (৩৩)।

রাত ৯টার দিকে পূর্ব তেজতুরী বাজারের ছয়তলা একটি ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনা ঘটে। তিন তলার একটি রুমে দগ্ধ দুইজন মেস ভাড়া করে থাকতেন।

ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান সংবাদমাধ্যমকে বলেন, আহত দুজন শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আহতদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, দগ্ধ হওয়ারা যে কক্ষে থাকতেন সে কক্ষেই বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি।

এ বিষয়ে তেজগাঁও থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান (ওসি) সংবাদমাধ্যমকে বলেন, বিস্ফোরণটি ঠিক কী কারণে হয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি), ডিবিসহ পুলিশ বিভিন্ন ইউনিটের সদস্য রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ইয়াসিনের শরীরের ৫০ শতাংশ ও জিতুর শরীরের ৬৪ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি রাখা হয়েছে।

Link copied!