জানুয়ারি ২১, ২০২৩, ০৮:১২ পিএম
মো. তৌহিদুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে অস্ট্রিয়া গ্রহণ না করার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, “একটি দল তৌহিদুলের বিপক্ষে লেগেছে। তবে তিনি যত দিন (মন্ত্রী হিসেবে) আছেন, তত দিন তৌহিদুলকে ডিফেন্ড করে যাবেন।”
শনিবার সকাল ১০টার দিকে সিলেটে সুরমা নদীর চর খনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
মো. তৌ্হিদুল ইসলাম বর্তমানে সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে কর্মরত। তাঁর কাজের প্রশংসা করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “বর্তমানে সে (তৌহিদুল) আমাদের অ্যাম্বাসেডর ইন সিঙ্গাপুর। তাঁকে আমরা ভিয়েনাতে দিতে চাই। সেখানে মাল্টি ন্যাচারাল কাজ আছে আমাদের ধারণা। সারা দেশেই বোধ হয় এই ক্যারেক্টার, আমরা খালি (কেবল) মানুষকে নিচে নামানোর জন্য উঠেপড়ে লাগি। আর মিডিয়াও ওই লাইনেই আছে। ওপরে ওঠানোর চেষ্টা করে না, খালি নামানোর জন্য। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনেক ডিপ্লোম্যাট আছে, আমাদের একজন ডিপ্লোম্যাট, হি (তৌহিদুল) ইজ সাকসেসফুল।’
তৌহিদুল ইসলামকে কীভাবে নামানো যায় তার জন্য মন্ত্রণলয়ের লোকজন ও তার বন্ধুবান্ধবরা কন্টিনিউয়াসলি চেষ্টা করছে উল্লেখ করে ড. এ কে আব্দুল মোমেন বলেন, “তাঁর (তৌহিদুল) শত্রু আছে। সে যখন মিলানে কনসাল জেনারেল ছিল, কনসাল জেনারেল থাকা অবস্থায় কোনো একটা মেয়েকে তাঁর পেছনে লাগিয়ে দেয়। লাগিয়ে দিয়ে একটা কেলেঙ্কারির চেষ্টা করে। তখন তাকে উইথড্র করা হয়, সাসপেন্ড করা হয়, অনেক ইনভেস্টিগেশন করা হয়, সরকারের অনেক টাকা খরচ করা হয়। পরে দেখা যায় এক্কেরে বানোয়াট, এক্কেরে অলীক।”
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, প্রায় আটমাস ধরে ভিয়েনায় বাংলাদেশের রাষ্ট্রদূতের পদ শূন্য রয়েছে। এ শুন্য পদে বাংলাদেশের কূটনীতিক মো. তৌহিদুল ইসলামকে নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব ভিয়েনায় পাঠালেও দেশটির সরকার ওই প্রস্তাবে সাড়া দেয়নি। ড. একে আব্দুল মোমেন নিজে ওই দেশের পররাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে চিঠি দিলেও তাতেও কোনো কাজ হয়নি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র আর জানায়, ২০১৩ সালে ইতালির মিলানে কনসাল জেনারেল থাকা অবস্থায় তার বিরুদ্ধে এক নারী সহকর্মীর সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে। ওই অভিযোগের কারণেই হয়তোবা তৌহিদুলকে রাষ্ট্রদূত হিসেবে ভিয়েনা গ্রহণ করছে না। এমনটাই মনে করছেন কূটনীতি পাড়ার অনেকে।