থার্টিফার্স্ট নাইটে ৮ টার পর প্রবেশ নিষেধ যেসব এলাকায়

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৩০, ২০২১, ০৫:৪০ পিএম

থার্টিফার্স্ট নাইটে ৮ টার পর প্রবেশ নিষেধ যেসব এলাকায়

ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), হাতিরঝিল, বনানী ও গুলশানসহ বেশ কয়েকটি এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, “ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকার মধ্যে যে কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি মানুষের ভিড় হয় তার মধ্যে অন্যতম হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। থার্টি ফার্স্ট নাইটে আটটার পরে ছাত্র, শিক্ষক ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ছাড়া কেউ ক্যাম্পাসে প্রবেশ করতে পারবেন না।”

তিনি আরও বলেন, “একই নির্দেশনা হাতিরঝিল, বনানী ও গুলশান এলাকার জন্য। রাত আটটার পর হাতিরঝিলে কেউ থাকতে পারবেন না। এমনকি কোনো বাইককেও প্রবেশ করতে দেওয়া হবে না। গুলশান এলাকার বাসিন্দা ছাড়া বহিরাগত কেউ প্রবেশ করতে পারবেন না।”

শফিকুল ইসলাম বলেন, প্রতিবছরের মতো এবারও উন্মুক্ত স্থানে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবেন না। হোটেলগুলোতে যারা আমাদের কাছে আবেদন করেছেন তারা অনুষ্ঠান করতে পারবেন।

Link copied!