দীপ্ত টিভির পরিচালকসহ তিনজনের জামিন মঞ্জুর

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৯, ২০২২, ১০:০২ পিএম

দীপ্ত টিভির পরিচালকসহ তিনজনের জামিন মঞ্জুর

তথ্য প্রযুক্তি আইনে দায়ের করা মামলায় বেসরকারি টেলিভিশন দীপ্ত টিভির পরিচালকসহ তিনজনের জামিন মঞ্জুর করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনাল। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক জহিরুল কবিরের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইবুন্যালের প্রসিকিউটর মেজবা উদ্দিন চৌধুরী।

তিনি বলেন, আগের দিন সোমবার একই আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছিলেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরদিন আসামিপক্ষের জামিন আবেদনের ওপর শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করেন।

আদালত থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চট্টগ্রামের চন্দনাইশ থানার দোহাজারী কাজী ফার্মস লিমিটেডের কর্মীর ওপর হামলার ঘটনা ঘটেছিল ২০১৬ সালে। সেই ঘটনায় তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রী নূরুল ইসলাম বিএসসির মালিনাকাধীন প্রতিষ্ঠান সানোয়ারা গ্রুপের পোল্ট্রি ও হ্যাচারি ও মন্ত্রীপুত্র মজিবুর রহমানকে নিয়ে মানহানিকর সংবাদ পরিবেশন করে দীপ্ত টেলিভিশন। এই অভিযোগে নগরীর দুই থানায় তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ ধারায় তিনটি মামলা হয়। এসব মামলায় তিনজনকে কারাগারে পাঠালো আদালত।

Link copied!