পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ও মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় দুই জন নিহত হয়েছেন।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে আনোয়ারার চাতরী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এবং দৌলতুপর উপজেলার বাচামারা ভোটকেন্দ্রে ওই সংঘর্ষের ঘটনা ঘটে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার এবং মানিকগঞ্জ জেলার শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।
আনোয়ারায় নিহত ব্যক্তির নাম ওমকার দত্ত (৩৮)। তিনি সিংহরা দত্ত বাড়ির নেপাল দত্তের সন্তান বলে আনোয়ারা থানা পুলিশ সূত্রে জানা গেছে।
স্থানীয় ও থানাসূত্র জানায়, আপেল প্রতীকের মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত হন ওমকার। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন,ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্র দখলকে কেন্দ্র করে দুই মেম্বর প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতা শুরু হলে ওমকার দত্ত গুরুতর আহত হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
এদিকে, পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দৌলতপুরের বাচামারা ভোটকেন্দ্রে সংঘর্ষের সময় এক নারী নিহত হয়েছেন।
বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষে নিহত ওই নারীর নাম সালমা খাতুন। ৫০ বছর বয়সী ওই নারীর বাড়ি বাচামারা গ্রামে বলে জানা গেছে।
শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার তানিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, “বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে হঠাৎ করে ভোটকেন্দ্রে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে ওই নারী নিহত হন।তার মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”