মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় দুই স্কুলছাত্রীকে অপহরণ করে নিয়ে যাবার সময় ওই শিক্ষার্থীদের উদ্ধার ও এক নারী সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরের দিকে চিত্রকোট ইউনিয়নের বরাম বাজার এলাকা থেকে ওই নারী সদস্যকে আটক করা হয়।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুল হক বিষয়টি দ্য রিপোর্ট ডট লাইভকে নিশ্চিত করেছেন।
অপহরণকারীর নাম শিল্পী আক্তার (৩০) বলে পুলিশ জানিয়েছ। তিনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শাপলা জোড় গ্রামের মো. পানা হাওলাদারের মেয়ে।
উদ্ধারকৃত জ্যোতি দাস (১২) ও জুই দাস সিরাজদিখান উপজেলার শেখরনগর মনিপাড়া গ্রামের প্রবাসী শ্রীকান্ত দাস ও জয় চরণ দাসের মেয়ে। তারা উত্তর শেখরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এক ৫ম শ্রেণীর শিক্ষার্থী।
ওই দুই শিক্ষার্থীর বরাত দিয়ে পুলিশ জানায়, জ্যোতি দাস (১২) ও জুই দাস (১২) দুপুর দেড়টার দিকে স্কুল ছুটির পর বাড়ির দিকে রওনা হয়। স্কুল থেকে প্রায় ১শত গজ দূরে গেলে ছিনতাইকারী শিল্পী আক্তার মিথ্যা প্রলোভন দেখিয়ে জ্যোতি দাস (১২) ও জুই দাসকে একটি অটোগাড়িতে ওঠায়। পথিমধ্যে জ্যোতি দাসের কান থেকে স্বর্ণের দুল খুলে নেয়। ঘটনাটি জানাজানি হলে পুলিশ ও এলাকাবাসীর সহযোগিতায় চিত্রকোট ইউনিয়নের বরাম বাজার এলাকা থেকে ওই দুই ছাত্রীকে উদ্ধারসহ শিল্পী আক্তারকে আটক করে শেখরনগর তদন্ত কেন্দ্র পুলিশ।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুল হক বলেন, “বুধবার দুপুরে স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলছাত্রী জ্যেতি দাস (১২) ও জুই দাসকে অপহরণ করে সন্ত্রাসীরা। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।”