দুদকের মামলায় ওসি প্রদীপের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২১, ০৩:৩৯ পিএম

দুদকের মামলায় ওসি প্রদীপের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) আমলে নিয়েছেন আদালত।

বুধবার (১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বিশেষ জজ আদালতে শুনানির সময় বিচারক শেখ আশফাকুর রহমান চার্জশিট আমলে নিয়ে বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশের জামিন নামঞ্জুর করেন। পাশাপাশি তার স্ত্রী চুমকির গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকী। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপক্ষের কৌশলি ও দুদকের আইনজীবী মাহমুদুল হক বুধবার গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের আইনজীবী জানান, চট্টগ্রাম বিশেষ জজ আদালতে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চার্জশিট (অভিযোগপত্র) বিষয়ে শুনানি হয়। বিচারক শেখ আশফাকুর রহমান বিষয়টি আমলে নেন। এ সময় ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর জামিনের বিষয়ে শুনানি হয়। শুনানি শেষে আদালত ওসি প্রদীপের জামিন নামঞ্জুর করেন এবং তার স্ত্রী চুমকী পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

গত বছরের ২৮ জুলাই বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশ ও তার স্ত্রী চুমকীর বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় এর আগে ১৪ সেপ্টেম্বর ওসি প্রদীপ কুমার দাশকে গ্রেপ্তার দেখানো হয়।দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দীন বাদী হয়ে গত বছরের ২৩ আগস্ট দুদকের চট্টগ্রামের সমন্বিত জেলা কার্যালয়ে এই মামলা করেন।

Link copied!