দুর্যোগ ব্যবস্থা সুসংগঠিত করে বাসযোগ্য নগরী গড়তে চাই: মেয়র তাপস

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২, ২০২৩, ০৯:০৭ পিএম

দুর্যোগ ব্যবস্থা সুসংগঠিত করে বাসযোগ্য নগরী গড়তে চাই: মেয়র তাপস

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা শহর অনেক বেশি জনবহুল ও অপরিকল্পিত তাই দুর্যোগ ব্যবস্থাকে আরও সুসংগঠিত করতে হবে। এজন্য ২০০ জনের স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে যেকোনো দুর্ঘটনার তাৎক্ষণিক সাড়া দেওয়ার জন্য যেন তারা তৈরি থাকে।

মঙ্গলবার (২ মে) রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তৃতীয় সভায় এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি নিয়মিত সূচির আওতায় আনা হবে। আগামী জুনের মধ্যেই চালু হবে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ বা ওয়ান স্টপ সেন্টার। বয়সসীমা ১৬ থেকে ৩০- এর মধ্যে শিক্ষার্থীসহ স্কাউট-রেডক্রিসেন্ট সদস্যদের নিয়ে ৭৫টি ওয়ার্ড থেকে প্রশিক্ষণের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল গঠন করা হবে। প্রত্যেক ওয়ার্ডের নিরাপত্তারক্ষীরাও এ দলে অন্তর্ভুক্ত থাকবে। তাঁদের বয়সসীমা শিথিল করা হবে।

তিনি আরও জানান, দুর্ঘটনাস্থলে অত্যুৎসাহী মানুষদের জন্য কাজ করা দুরূহ হয়ে পড়ে তাই ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে যাতে সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন হয়। 

এছাড়াও বাৎসরিক সূচি অনুযায়ী প্রতি মাসে এলাকাভিত্তিক মহড়ার ব্যবস্থা করা হবে। মহড়ার ব্যয়ভার ডিএসসিসি বহন করবে বলে জানান মেয়র। 

এছাড়াও দুর্যোগের ক্ষতিগ্রস্তদের জন্য ঢাকা দক্ষিণ স্থায়ী কমিটির পক্ষ থেকে বাজেট বরাদ্দ করা হবে। দুর্যোগ ব্যবস্থাপনায় আলাদা বরাদ্দ থাকবে। 

ঝুঁকিপূর্ণ ভবনের প্রসঙ্গে মেয়র তাপস বলেন, ডিএসসিসির অধীনে ৪২টি ভবন ভেঙে ফেলতে হবে। পাশাপাশি ১৯৭টি ভবনের সংস্কার করা জরুরি। সরকারি বেসরকারি যেটাই হোক সাত দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে কবে ভাঙা হবে ভবনগুলো।

বঙ্গবাজারের আগুন কোনো নাশকতা কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নাশকতা হয়েছে কিনা সেটা আমাদের পক্ষে বলা সম্ভব না। এটা আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থা বলতে পারবে। নাশকতার বিষয়গুলো নিয়ে তারা কাজ করছে। আশা করি তারা বের করে আনবেন।

এ সময় আগুন লাগার ঘটনা কমে এসেছে মন্তব্য করে বলেন, রোজায় আগুন লাগার ঘটনা বেশি ছিল, এখন অনেক কমে এসেছে। প্রতিদিন আগুন লাগার ঘটনা ঘটায় আমরা শঙ্কিত ছিলাম। আগুন নিয়ন্ত্রণে মাঠ পর্যায়ে আমাদের সুপারিশগুলোয় যেন কাজ হয় তা নিয়েই কথা হয়েছে।

বঙ্গবাজারে নতুন ভবন নির্মাণে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন জানিয়েছেন মেয়র তাপস। তিনি বলেন, মার্কেট নির্মাণ হলে কী ধরনের মার্কেট হবে সেটিও আমাদের দেখতে হবে।

Link copied!