জামালপুরে শিক্ষা কর্মকর্তা লাঞ্ছিতের ঘটনায় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র শাহনেওয়াজ শাহান শাহকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে।
রবিবার (১৯ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ বাকিবিল্লাহ এবং সাধারণ সম্পাদক মো. ফারুক আহম্মেদ চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লাঞ্ছিত করেছেন পৌর মেয়র। বিষয়টি সামাজিক যোগযোগমাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপকভাবে প্রচার হয়েছে। এতে আওয়ামী লীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। সংগঠনের জন্য বিষয়টি বিব্রতকর।
গত ১৬ ডিসেম্বর উপজেলা প্রশাসনের আয়োজনে মহান বিজয় দিবস, সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠান পরিচালনা করার জন্য স্থানীয় প্রশাসন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মেহের উল্লাহকে উপস্থাপকের দায়িত্ব দেয়া হয়। উপস্থাপক স্থানীয় প্রশাসনের দেওয়া তালিকানুয়ায়ী মাইকে পুষ্পস্তবক অর্পণ করতে প্রথমে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ সরকার দলীয়সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুলের শ্রদ্ধা নিবেদন করছিলেন। ওই সময় দেওয়ানগঞ্জ পৌরসভার মেয়র মো. শাহনেওয়াজ শাহানশাহ পুষ্পস্তবক অর্পণ করতে গেলে দেওয়ানগঞ্জ পৌরসভার নাম ৫ নম্বরে ঘোষণা করায় মেয়র জনসম্মুখে উপস্থাপককে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রকাশ্যে চড়-থাপ্পড় মারেন।
এ সময় উপজেলা প্রশাসনের জাতীয় অনুষ্ঠানটির কিছু সময়ের জন বন্ধ থাকে। পরে অপর জনের সঞ্চালনায় অনুষ্ঠানটি সমাপ্ত করে। এ ঘটনায় ওইদিন সন্ধ্যায় শিক্ষা কর্মকর্তা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন।