দেশের তিনটি গ্রামে এবার ঈদ হচ্ছে ৩ দিন!

দ্য রিপোর্ট ডেস্ক

মে ১, ২০২২, ০৩:৫৬ পিএম

দেশের তিনটি গ্রামে এবার ঈদ হচ্ছে ৩ দিন!

চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপেজলার দুইটি গ্রামে এবং পটুয়াখালীর একটি গ্রামে এবার ঈদ-উল ফিতর উদযাপন হচ্ছে তিন দিন! হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের সাদ্রা ও শমেসপুর গ্রামে কিছু অংশের মানুষ রবিবার ১ মে সকালে ঈদের নামাজ পড়েছেন। আফগানিস্তান, নাইজার ও মালীতে চাঁদ দেখা যাওয়ায় তাঁরা ঈদ উদযাপন করছেন বলে জানা গেছে।

তবে সৌদি আরবের সাথে মিল রেখে গ্রামের একটি অংশ সোমবার ও বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটির মত মেনে মঙ্গলবার (যদি সোমবার চাঁদ দেখা যায়) ঈদ উল ফিতর উদযাপন করবেন বলে স্থানীয় ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে।

এই হিসাবে, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার সাদ্রা ও শমেসপুর গ্রামে এবং পটুয়াখালীর বদরপুর এবার তিনদিন ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। আর এর মাধ্যমে এটি একটি বিরল রেকর্ড হবে বলে জানা গেছে।

আরব দেশগুলোর সাথে সংগতি রেখে প্রতিবছর চাঁদপুরের তিনটি উপজেলার ৪০টি গ্রামে ঈদ-উল-ফিতর উদযাপিত হয়। সাদ্রা ছাড়াও এক দিন আগে হাজীগঞ্জ উপজেলার বলাখাল, শ্রীপুর, মনিহার, বড়কুল, অলীপুর, বেলচোঁ, ফরিদগঞ্জ উপজেলার বিঘা, শাচনমেঘ, পাইকপাড়া, উভারামপুর, উটতলী, নয়ারহাট, মতলবের মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ বেশ কয়েকটি গ্রামে ঈদ উদযাপন উদযাপিত হচ্ছে।

রবিবার সকালে হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফ মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ঈদের জামাতে ইমামতি করেন দরবার শরিফের পীর মুফতি আল্লামা জাকারিয়া চৌধুরী আল মাদানি।

ঈদের ব্যাপারে যা বললেন সাদ্রা দরবার

রবিবার ঈদ উল ফিতর উদযাপনের প্রেক্ষাপট ব্যাখ্যা করে সাদ্রা দরবারের বড় পীরজাদা পীর ড. মুফতি বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী বলেন, “হানাফি, মালেকি ও হাম্বলি- এ তিন মাজহাবের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে পৃথিবীর পশ্চিম প্রান্তেও যদি চাঁদ দেখা যায় আর সে সংবাদ যদি নির্ভরযোগ্য মাধ্যমে পৃথিবীর পূর্ব প্রান্তেও পৌঁছায়, তাহলে পূর্ব প্রান্তের মুসলমানদের জন্য রোজা রাখা ফরজ এবং ঈদ করা ওয়াজিব।”

তিনি আরও বলেন, “শনিবার আফগানিস্তান, নাইজার ও মালীতে চাঁদ দেখা গেছে। তাই আমরা নির্ভরযোগ্য ভিত্তিতে সংবাদ পেয়ে ঈদ-উল-ফিতর উদযাপন করছি।”ঢাকার সদরঘাটের খানকা, আসকোনা এবং পটুয়াখালীর বদরপুর দরবার শরিফে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি জানান।

দরবার শরিফের আরেক গ্রুপ যা বললেন

তবে দরবার শরিফের একটি অংশ রবিবার ঈদ উল ফিতর উদযাপন করছেন না। তাঁরা সৌদি আরবের সাথে মিল রেখে সোমবার ঈদ উল ফিতর উদযাপন করবেন বলে জানিয়েছেন সাদ্রা দরবার শরিফের আরেক পীর মো. আরিফ চৌধুরী।মো. আরিফ চৌধুরী বলেন, “আমার চাচারা ঈদ উদযাপন করছেন। কিন্তু আমাদের কাছে তা গ্রহণযোগ্য মনে হচ্ছে না। তাই আমরা ঈদ করছি না। আমরা সোমবার ঈদ-উল-ফিতর উদযাপন করব।”

স্থানীয় সূত্রে জানা গেছে, সৌদি আরবের সাথে মিল রেখে সাদ্রা ও শমেসপুর গ্রামে এক দিন আগে থেকে রোজা পালন শুরু করে সাদ্রা দরবার শরিফের অনুসারীরা। রবিবার যখন এই দুটি গ্রামের একটি অংশে ঈদ উদযাপন করা হচ্ছে, তারা পালন করেছেন ২৯ রোজা।

আবার এই দুই গ্রামের আরেকটি অংশ সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ উদযাপন করবেন না বলে জানা গেছে। জাতীয় চাঁদ দেখা কমিটির ঘোষণা অনুযায়ি তারিখে তাঁরা ঈদ উদযাপন করবেন।

রবিবার ঈদ উল ফিতর উদযাপন প্রসঙ্গে হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান গাজী মাঈনুদ্দিন দ্য রিপোর্ট ডট লাইভকে বলেন, “সৌদি আরবের সাথে মিল রেখে এতদিন ধরে ঈদ উল ফিতর উদযাপিত হয়ে আসছে। এবারই তারা ওই নিয়মের ব্যতিক্রম করলেন। এ নিয়ে গ্রামে মনে হচ্ছে তিনদিন ঈদ উদযাপন হবে।”

জনপ্রতিনিধি হিসেবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটা ধর্মের ব্যাপার। ধর্মের বিষয় বলে আমরা তাদের বাধা দিতে পারি না। তাদের নিষেধও করতে পারি। এ নিয়ে উচ্চ পর্যায়ে বহুবার দরবার সালিশ হয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসন আর মাথা ঘামায় না। তবে কোনো অশান্তি যাতে না হয়, তার জন্য প্রশাসন সতর্ক থাকে।”

পটুয়াখালীতেও ঈদ উদযাপিত হচ্ছে

এদিকে, চাঁদপুরের মতো পটুয়াখালী জেলাতেও একটি গ্রামের কিছু মানুষ ঈদ উল ফিতর উদযাপন করছেন। রবিবার সকাল ১০টায় পটুয়াখালী বদরপুর ইউনিয়নের বদরপুর দরগাহ শরিফ জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

এতে ইমামতি করেন বদরপুর দরবার শরিফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি। নামাজ শেষে ঈদের খুশিতে মাতোয়ারা বদরপুর গ্রামের মানুষ।

চাঁদের সঙ্গে ঈদের সম্পর্ক; তাই আজ ঈদ

বদরপুর দরবার শরিফ জামে মসজিদের খতিব মাওলানা মো. শফিকুল ইসলাম আব্দুল গনি বলেন, “আফগানিস্তান, বুলগেরিয়া ও নাইজেরিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার কারণে বিশ্বের অন্য দেশের মুসলমানদের সাথে একই দিনে আমরা রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আজহা পালন করে থাকি।”

প্রায় ৮২ বছর ধরে এই নিয়ম চলে আসছে। নামাজ শেষে তারা একে অপরের সঙ্গে কোলাকুলি করেন। তারা সবাই বদরপুর দরবার শরিফ, চট্টগ্রামের সাতকানিয়া ও এলাহাবাদ পীরের অনুসারী

বদরপুর দরবার শরিফের পরিচালক মো. নাজমুস সাহাদাত বলেন, “আফগানিস্তান ও নাইজেরিয়ায় ঈদের চাঁদ দেখা গেছে তাই আমরা ঈদুল ফিতর উদযাপন করছি। চাঁদের সঙ্গে ঈদের সম্পর্ক; তাই আজ ঈদ।”

 

Link copied!