দেশের সব শয্যা প্রায় পূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১৭, ২০২১, ১১:১৫ পিএম

দেশের সব শয্যা প্রায় পূর্ণ: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, দেশে মহামারি করোনাভাইরাস পরিস্থিতি ক্রমেই খারাপ হয়ে উঠছে। প্রতিনিয়ত এত রোগী হাসপাতালগুলোতে ভর্তি হচ্ছে যে, দেশের সব শয্যা প্রায় পূর্ণ হয়ে উঠেছে।

শনিবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমের লেখা সার্জারি বিষয়ক ‘খুরশীদস ডিকোডিং সার্জারি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী একথা বলেন।

এসময় তিনি বলেন, ‘করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির কারণে প্রায় সব শয্যা রোগিতে ভরে গেছে। আমাদের সবার চেষ্টা করতে হবে, যেনো সংক্রমণ আর না বাড়ে। সেইজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘সামনে কোরবানির ঈদ, ধর্মীয় একটা বিষয় থাকে জীবন-জীবিকার একটা বিষয় রয়েছে। সুতরাং সবকিছু বিবেচনা করেই লকডাউন শিথিল করা হয়েছে। তবে লকডাউন শিথিল হলেও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘নতুন করে আরো চার হাজার চিকিৎসক এবং চার হাজার নার্স নিয়োগ দেয়া হচ্ছে। তিনি বলেন, যদি সংক্রমণের হার তিন-চারগুণ বেড়ে যায়, হাসপাতালগুলোতে ১০ থেকে ১৫ হাজার শয্যার বিপরীতে ৪০ হাজার করোনা রোগি আসে, তখন সবাইকে চিকিৎসা দেয়া সম্ভব হবে না।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও শিক্ষা সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলম, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ, উপ-উপাচার্য অধ্যাপক ডা. এ কে এম মোশাররফ হোসেনসহ প্রমুখ।

Link copied!