মার্চ ১১, ২০২২, ০৮:১২ পিএম
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮শে মার্চ অর্ধদিবস হরতালের ডাক দিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।
আজ শুক্রবার বিকেল ৪টায় রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালের বীরউত্তম মেজর হায়দার মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। এসময় গণসংহতি আন্দোলন ও মাওলানা ভাসানী অনুসারী পরিষদ তার ঘোষিত কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে এবং গণঅধিকার পরিষদ আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বলে জানায়।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ৭৪ সালে যে দুর্ভিক্ষ হয়েছিলো তাতে বহু মানুষ মারা গেছেন।মানুষ খাবারের অভাবে কষ্ট করেছে। মানুষ মিছিলে বলেছে খাবার দাও, খাবার দাও। আজ এই মিছিলের পূর্বাভাস হলো টিসিবির ট্রাকের সামনের লাইন। আগে যারা নিজেদের কাজের লোককে টিসিবির ট্রাকের লাইনে দাঁড় করাতেন এখন তাতেও পর্যাপ্ত হয় না বলে তারা নিজেরাও লাইনে দাঁড়াচ্ছেন। যে জাতি মুক্তিযুদ্ধ করেছেন মাথা উঁচু করে বাঁচার জন্য আজ তারা ভিক্ষুকে পরিনত হয়েছে।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।