ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৩০, ২০২১, ০৫:২৮ পিএম

ধর্ষণের দায়ে মাদরাসা শিক্ষকের যাবজ্জীবন

সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে সাইফুল ইসলাম নামের এক মাদরাসা শিক্ষককে। মঙ্গলবার (৩০ নভেম্বর) দুপুরে বরগুনার জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হাফিজুর রহমান এ রায় প্রদান করেন।

রায়ে দণ্ডিত শিক্ষক সাইফুল ইসলামকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। এছাড়াও এ মামলায় অভিযুক্ত সাইফুল ইসলামের ভাবি (বড় ভাইয়ের স্ত্রী) রাশেদা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

সাইফুল ইসলাম বরগুনা সদর উপজেলার ফুলঝুরি ইউনিয়নের সাহেবের হাওলা গ্রামের মাওলানা মো. ইব্রাহীম খলিলের ছেলে।

মামলা অভিযোগপত্র থেকে জানা গেছে, ২০১৯ সালের ২০ জানুয়ারি দুপুরে গাইড দেওয়ার কথা বলে ভুক্তভোগী ওই ছাত্রীকে মাদরাসায় ডেকে নিয়ে সাইফুল ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

পরে গুরুতর অসুস্থ অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন তার বাবা। অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

ঘটনার দিন বিকেলে শিক্ষক সাইফুল ইসলামকে প্রধান অভিযুক্ত করে দুই জনের বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন ছাত্রীর বাবা। পরে ওই বছরের ২০ ফেব্রুয়ারি ছাত্রী ধর্ষণের অভিযোগে পলাতক শিক্ষক সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।

Link copied!