নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৩৮ জন

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ৭, ২০২১, ০১:৪৪ এএম

নতুন করে ডেঙ্গু আক্রান্ত ১৩৮ জন

দেশে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১৩৮ জন। শনিবার (০৭ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, দেশে বর্তমানে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি থাকা রোগীর সংখ্যা ৭২০ জন। এরমধ্যে, ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছে ৫৬০ জন এবং দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি আছে ১৬০ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ হাজার ৫১৮ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ২৩ হাজার ৭০৩ জন।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যুবরণ করেছে ৯৫ জন।

Link copied!