নাঈমের মৃত্যু: ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২৫, ২০২১, ০৯:৪৮ পিএম

নাঈমের মৃত্যু: ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে রাজপথ ছাড়ল শিক্ষার্থীরা

রাজধানীর গুলিস্তান এলাকায় গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর বিচার চেয়ে ১০ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। আর দাবিগুলো মানতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নিয়েছেন তারা।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়ে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহারের এ ঘোষণা দেন । তবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে রবিবার (২৮ নভেম্বর) থেকে আবারও তারা আন্দোলনে নামার হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এর আগে, নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানকে গাড়ি চাপা দিয়ে হত্যার বিচারের দাবিতে রাজধানীর বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে। এতে পুরো রাজধানীতে যান চলাচল স্থবির হয়ে পড়ে।

বৃহস্পতিবার সকাল থেকে রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্ট, শনির আখড়া, উত্তরা, ফার্মগেট, মিরপুর ১০, ধানমন্ডি, সাইন্স ল্যাব, আসাদ গেট, রামপুরা, রায় সাহেব বাজার মোড়, শান্তিনগর যাত্রাবাড়ী, এলিফেন্ট রোড ও তেজগাঁও এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা।

এসময় তারা সড়কের যান চলাচল বন্ধ করে দেয়। শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ শ্লোগানে বিক্ষোভ করতে থাকে। এসময় তাদের সঙ্গে রাজধানীর সাত কলেজের শিক্ষার্থীরাও যোগ দেন।

গুলিস্তান এলাকায় দেখা যায়, জিরো পয়েন্টের চারদিকে রাস্তা বন্ধ করে দিয়ে শিক্ষার্থীরা অবস্থান করছে। এসময় তাদের নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন শ্লোগান দিতে দেখা গেছে। অন্যান্য এলাকাতেও একইভাবে সড়ক অবরোধ করে নিরাপদ সড়কের দাবিতে শ্লোগান দেয় তারা।

শিক্ষার্থীরা এসময় অভিযোগ করে জানান, রাজধানীতে বেপরোয়া গাড়ির চাকায় একের পর এক শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ প্রতিনিয়ত পিষ্ট হচ্ছে। অকালেই ঝরে যাচ্ছে প্রাণ। কিন্তু এতো ঘটনার পরও জড়িতদের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হচ্ছে না।

Link copied!