নিখোঁজ তিন কলেজছাত্রী উদ্ধার

দ্য রিপোর্ট ডেস্ক

অক্টোবর ৭, ২০২১, ১২:৪৪ এএম

নিখোঁজ তিন কলেজছাত্রী উদ্ধার

উদ্ধার করা হয়েছে রাজধানীর পল্লবী থেকে নিখোঁজ হওয়া তিন কলেজছাত্রীকে। বুধবার (৬ অক্টোবর) সকালে মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব-৪ এর কমান্ডিং অফিসার (সিও) মোজাম্মেল হক উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সকালে বেড়িবাঁধ এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়। তারা একসাথেই ঘর ছেড়েছিল এবং উদ্ধারের সময়ও তারা একসাথে ছিল। আমরা তাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানার চেষ্টা করছি’।

নিখোঁজ তিন শিক্ষার্থী হলেন, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের শিক্ষার্থী কাজী দিলখুশ জান্নাত নিসা, দুয়ারিপাড়া কলেজের শিক্ষার্থী কানিজ ফাতেমা এবং পল্লবী ডিগ্রি কলেজের ‍শিক্ষার্থী স্নেহা আক্তার। তারা প্রত্যেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।

এর আগে গত বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) তারা নিখোঁজ হন। এসময় তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন সঙ্গে করে নিয়ে যান। এ ঘটনায় শনিবার (২ অক্টোবর) পল্লবী থানায় মামলা করে নিখোঁজ এক ছাত্রীর পরিবার। পরে মামলার ৪ আসামিকে গ্রেফতারও করে পুলিশ। তবে তাদের কাছ থেকে তাদের নিখোঁজের বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। নিখোঁজ তিনজন আলাদা কলেজের শিক্ষার্থী হলেও একই এলাকায় বসবাস করতেন। তারা পরস্পরের পূর্বপরিচিত।

Link copied!