সমাবেশ চলাকালে নিজ দলের কর্মীকেই গণপিটুনি দিয়ে রক্তাক্ত করল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। শনিবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে লেখক ও সাংবাদিক মুশতাক আহমেদ এবং সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে স্বেচ্ছাসেবক দলের ডাকে ওই প্রতিবাদ সমাবেশ হয়। এ প্রতিবেদন লেখার সময়ও (বেলা সাড়ে ১২টা) ওই সমাবেশ চলছিল।
এদিকে সমাবেশেরে পথে বিভিন্ন পয়েন্টে পুলিশি বাধার সম্মুখীন হচ্ছেন নেতাকর্মীরা। সাকাল ১০ টা থেকে ওই প্রতিবাদ সমাবেশ শুরু হয়।
সমাবেশ ঘিরে পুলিশের তৎপরতা লক্ষ্য করা যায়। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। নেতাকর্মীদের সমাবেশ আসতে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
ঘটনাস্থলে নেতাকর্মীদের সূত্রে জানা যায়, ওই কর্মীকে ছিনতাইকারী সন্দেহে মারধোর করা হয়। পরে ভুল বুঝতে পেরে তাকে দ্রুত ঘটনাস্থলে থেকে সরিয়ে নেওয়া হয়। তার নাম-পরিচয় জানা যায়নি।
প্রেসক্লাবের সামনে আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বিশেষ অতিথি বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
একই দাবিতে এদিন দেশব্যাপী জেলা ও মহানগরে প্রতিবাদ অনুষ্ঠিত হচ্ছে।