ডিসেম্বর ৮, ২০২২, ০৬:৩৮ পিএম
“১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশের উদ্দেশ্যে নয়াপল্টন যাবে বিএনপি। শান্তিপূর্ণভাবেই সমাবেশ করতে চায় তারা। এর অন্যথা হলে সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।”
গুলশানে বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটাই বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, "১০ ডিসেম্বর আমরা সেখানে যাবো। জনগণ কী করবে সেটা জনগণ জানে"।
এর আগে ডিএমপি ২৬টি শর্ত দিয়ে সোহরাওয়ার্দী ময়দানে বিএনপির সমাবেশের অনুমতি দেয়ার কথা জানায়। এটা বিএনপির সাথে সঙ্গতিপূর্ণ ছিল না উল্লেখ করে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে অসম্মতি জানায় বিএনপি।
সংবাদিকদের প্রশ্নের জবাবে মহাসচিব বলেন, সন্ত্রাস ও দুর্নীতি আওয়ামী লীগের মজ্জাগত। সন্ত্রাস না করলে তারা রাজনীতি করতে পারে না আর দুর্নীতি না করলে রাষ্ট্র পরিচালনা করতে পারে না। আওয়ামী লীগ তাদের সম্পর্কে যে মিথ্যাচার করছে তাতে স্পষ্ট বোঝা যায় বিএনপির ওপর হামলা ও নেতাকর্মীদের আটক সবই পূর্ব পরিকল্পিত ঘটনা।
তিনি অভিযোগ করে বলেন, বিষ্ফোরক দ্রব্য পাওয়া গেছে এমন অভিযোগের ভিত্তিতে বিএনপি কার্যালয়কে যে ক্রাইম সিন ঘোষণা করা হয়েছে তা সম্পূর্ণ আইন বিরুদ্ধ কাজ। কোনো প্রকার সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি চালিয়েছে পুলিশ।
বুধবার পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের ব্যাপক সংঘাতের পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং নয়াপল্টনের আশপাশের রাস্তা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। এমন অবস্থায় বিএনপির মহাসচিব আজ বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নয়াপল্টনে সমাবেশ করার ব্যাপারে তার অবস্থান স্পষ্ট করেন।