ডিসেম্বর ১১, ২০২২, ০৩:২২ পিএম
গত ৭ ডিসেম্বর পুলিশি অভিযানের ৩ দিন পর আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কার্যালয়ে প্রবেশ করেছেন দলটির নেতা-কর্মীরা। কার্যালয়ে আইনশৃঙ্খলা বাহিনী ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ইমরান সালেহ প্রিন্স। রবিবার কেন্দ্রীয় কার্যালয়ে আসার পর এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
এর আগে সেখানে জড়ো হন শতাধিক নেতাকর্মী। দেড়টার পরে সাংবাদিক, আইনজীবী ও দফতারিক কিছু নেতাকর্মীকে সঙ্গে নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তালা খোলেন দলটির ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক।
ইমরান সালেহ প্রিন্স বলেন, 'আজ দুপুর ১টায় কয়েকজন আইনজীবীকে সঙ্গে নিয়ে আমরা দলীয় কার্যালয়ে ঢুকেছিলাম। ভেতরে ঢুকে দেখি সবকিছু লণ্ডভণ্ড করে দিয়েছে।'
তিনি বলেন, 'আমাদের কার্যালয়ে যে কয়টি কম্পিউটার ছিল তার একটিও সিপিইউ নেই, সব খুলে নিয়ে গেছে। সিসিটিভি ক্যামেরা নেই, নির্বাচনের যত নথি ছিল সেগুলোও নেই। চেয়ার-টেবিল সব ভাঙা।'
তিনি আরও বলেন, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতাদের তাদের স্ব স্ব কার্যালয়ের ক্ষয়ক্ষতি ও লুটপাটকৃত জিনিসপত্রের তালিকা করতে বলেছি। পরবর্তীতে সাংবাদ সম্মেলনের মাধ্যেমে বিস্তারিত জানানো হবে।