পটুয়াখালী শহরতলীর দূর্গাপূর এলাকায় ইউসুফ মৃধা নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৫ এপ্রিল) রাত পৌনে ১২টার দিকে দূর্গাপূর এলাকার মুগডাল ক্ষেত থেকে তার নিথর দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। জানা যায়-রাত গভীর হলেও বাড়ি না ফেরা এবং মোবাইল ফোন বন্ধ থাকায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে বের হন। পরে তারা দূর্গাপূর এলাকার মুগডাল ক্ষেত থেকে তার নিথর দেহ দেখতে পান। আজ শনিবার (১৬ এপ্রিল) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।
তিনি বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ ও কর্মকর্তারা হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। সিআইডি ঘটনাস্থল থেকে নিহতের ভাঙ্গা চশমা, টর্চলাইটসহ বিভিন্ন আলামত সংগ্রহ করছে। হত্যাকারীদের শনাক্ত করা না গেলেও বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় ইউপি সদস্য মিজানুর রহমান জানান, নিহত ইউসুফ মৃধা নতুন বাড়ি নির্মাণ শুরু করলে কিছু অংশীদারদের সঙ্গে বিরোধ দেখা দেয়। এ ঘটনায় বিরোধপূর্ণ জমি মাপার কাজ শেষ হয়েছে, আজ শনিবার রায় দেওয়ার কথা ছিল।