পদ্মা পাড়ে তীব্র যানযট

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ২৩, ২০২২, ১২:৫৮ পিএম

পদ্মা পাড়ে তীব্র যানযট

কয়েকটি ফেরি বন্ধ থাকায় এবং ফেরি সংকটের কারণে পদ্মা পাড়ে যানবাহনের দীর্ঘ যানযট তৈরি হয়েছে। পর্যাপ্ত ফেরি না থাকায় ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। ঘাট সংশ্লিষ্টরা জানিয়েছেন, নাব্য সংকটের কারণে নদীপথের ফেরি চলাচলে সমস্যা দেখা দিয়েছে।  

পবিত্র ঈদুল ফিতর ঘনিয়ে এলেও পদ্মা নদী পাড়ি দিতে ফেরিঘাট পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। পদ্মার ওপারে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে গতকাল শুক্রবার যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী ট্রাকের সারির দৈর্ঘ্য ছিল সাড়ে পাঁচ কিলোমিটারের মতো। আর এপারে দিনের প্রথমভাগে মানিকগঞ্জের পাটুরিয়ায় দুই কিলোমিটার সড়কে কয়েকশ বাস ফেরির জন্য অপেক্ষায় ছিল। 

দৌলতদিয়া ঘাটে দেখা যায়, যাত্রীবাহী বাস ও পচনশীল পণ্যবাহী যানবাহন অগ্রাধিকারভিত্তিতে ফেরিতে ওঠার সুযোগ পাচ্ছে। তবে চার ঘণ্টা অপেক্ষার আগে তারা ফেরিতে উঠতে পারছে না। সাধারণ পণ্যবাহী ট্রাককে অপেক্ষা করতে হচ্ছে ৯ থেকে ১০ ঘণ্টা। 

 
 

সড়কপথে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে যেতে পদ্মা পাড়ি দেওয়ার দ্বিতীয় নৌপথ মুন্সিগঞ্জের শিমুলিয়া থেকে মাদারীপুরের বাংলাবাজার ঘাট। এই পথে গত আগস্ট থেকে ফেরিতে যাত্রীবাহী বাস ও ট্রাক পারাপার বন্ধ রয়েছে। এবার ঈদেও তা বন্ধ থাকবে। এই পথ দিয়ে ব্যক্তিগত যানবাহন ও যাত্রীরা পারাপার হতে পারবেন।

বিআইডব্লিউটিসির চেয়ারম্যান আহমদ শামীম আল রাজী বলেন, এখন সারা দেশে চলছে ৪৫টি ফেরি। ঈদের ছুটি শুরুর পর চলবে ৪৯টি। তখন সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করা হবে। এতে যানজট কমবে বলে আশা করেন তিনি।

অবশ্য সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন যেখানে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটে দুই পাড়ে যানবাহনের বিশাল জট, সেখানে ঈদের সময় সামান্য সক্ষমতা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হবে। এবার ঈদে গত দুই বছরের চেয়ে মানুষ গ্রামের বাড়িতে বেশি যাবে বলেও ধারণা করা হচ্ছে। 

 
 
 
Link copied!