পদ্মা সেতুর রেলিং থেকে নাট-বল্টু খুলে আলোচিত হওয়া পটুয়াখালীর বায়েজিদ তালহা মৃধার গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। সোমবার বিকেল ৫টার দিকে সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের তেলিখালী গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল ৪টার দিকে ১০-১২টি মোটরসাইকেল যোগে ৩০-৪০ জনের একটি দল এসে হামলা চালায়। তারা রামদা ও ধারালো অস্ত্র নিয়ে বাড়ির বিভিন্ন ঘর কুপিয়ে তছনছ করে। হামলাকারীরা সবাই অল্পবয়সী।
এ সময় বায়েজিদের মেঝ ভাই মো. সোহাগ মৃধার স্ত্রী হাদিজা খাতুন ও তার মেয়ে ফাতিমাতুজ্জোহরা উপস্থিত থাকলেও দুর্বৃত্তদের দেখে তারা পাশের ঘরে আশ্রয় নেন। হামলার সময় দুর্বৃত্তরা বায়েজিদের ভাইয়ের মোটরসাইকেলটিও ভাঙচুর করে।
তেলীখালী ওয়ার্ডের ইউপি সদস্য মিজানুর রহমান বলেন, মোবাইলফোনে ইউপি চেয়ারম্যান হামলার বিষয়টি জানান। পরে চৌকিদারকে ওই বাড়িতে পাঠিয়েছিলাম। তবে স্থানীয়রা জানিয়েছেন হামলা ও ভাঙচুরে জড়িতরা সবাই অপরিচিত।
বায়েজিদ ঢাকা কলেজ থেকে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বায়েজিদের বাবা মো. আলাউদ্দিন মৃধা ঢাকায় থাকেন।
বায়েজিদ বর্তমানে একটি বেসরকারি কোম্পানিতে চাকরিরত। তবে বায়েজিদ ঢাকায় থাকায় স্থানীয়ভাবে তেমন পরিচিত নন।