পদ্মা সেতুর উদ্বোধন: আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ড. ইউনূস

দ্য রিপোর্ট ডেস্ক

জুন ২৩, ২০২২, ০৬:৩২ পিএম

পদ্মা সেতুর উদ্বোধন: আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন ড. ইউনূস

আসছে শনিবার বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিতে  গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ও শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূসকে  পাঠানো আমন্ত্রণ পত্র তার অফিস ইউনূস সেন্টার গ্রহণ করেছে।

বৃহস্পতিবার  সেতু বিভাগের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউন ডট কমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। তবে ইউনূস সেন্টারের সঙ্গে টেলিফোনে যোগাযোগের চেষ্টা করেও এ বিষয়ে কথা বলা সম্ভব হয়নি।

সেতু বিভাগ সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সাড়ে তিন হাজারের বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো শেষ হয়েছে। এর মধ্যে রাজনৈতিক ব্যক্তিত্ব, বিদেশি কূটনীতিক ও মুক্তিযোদ্ধা। তবে বিদেশি অতিথি কম থাকছে। বিদেশি অতিথিদের মধ্যে আছেন পদ্মা সেতু তৈরিতে যারা বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন তারা।

এদিকে, পদ্মা বহুমুখী সেতু নির্মানের কাজ শেষ হওয়ায় তা সেতু বিভাগকে বুঝিয়ে দিয়েছে নির্মাণ প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড (এমবিইসি)। আসছে শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। এরই মধ্যে সেতু বিভাগকে তা বুঝিয়ে দিয়েছে চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান।

পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী (মূল সেতু) দেওয়ান মো. আব্দুল কাদের গণমাধ্যমেকে বলেন, “ঠিকাদার তার কাজ শেষ করে সেতু বুঝিয়ে দিয়েছে। তবে যেকোনো অবকাঠামোর ক্ষেত্রে ছোটখাটো কাজ থাকবে। আগামী একবছর ধরে তারা সে কাজ ‘ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড’ করবে।”

Link copied!