পদ্মা সেতুর পিলারে আবারও ফেরি ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ফেরিতে থাকা এক নারীসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। এছাড়া ফেরিতে থাকা দুটি প্রাইভেটকার ও একটি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়েছে।
সোমবার (৯ আগস্ট) সন্ধ্যায় বাংলাবাজার থেকে ছেড়ে আসা ফেরি ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ সেতুর ১০ নাম্বার পিলারে ধাক্কা খায়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) শিমুলিয়াঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মাওয়া ট্রাফিক পুলিশের টিআই জাকির হোসেন গণমাধ্যমকে বলেন, “বাংলাবাজার ঘাট থেকে আসার পথে পদ্মা সেতুর ১০ নম্বর পিলারে আঘাত করে ফেরিটি। এ সময় ফেরির কয়েকজন আহত হন। ফেরিতে থাকা দুটি প্রাইভেটকার ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া ফেরিতে লম্বা ফাটল দেখা গেছে।”
এর আগে গত ২৩ জুলাই নির্মাণাধীন পদ্মা বহুমুখী সেতুর ১৭ নম্বর পিলারের সঙ্গে ‘শাহজালাল’ নামে রো রো ফেরির সংঘর্ষ হয়। এতে ফেরিটির অন্তত ২০ জন যাত্রী আহত হন। ঘটনার পরপরই ফেরির ইনচার্জ ইনল্যান্ড মাস্টার অফিসার আব্দুর রহমানকে বরখাস্ত করে বিআইডব্লিউটিসি।
বরখাস্ত মাস্টার অফিসার আবদুর রহমান বলেছিলেন, “পদ্মা সেতুর ১৭ নম্বর পিলারে কাছাকাছি যাওয়ার পর ফেরির বৈদ্যুতিক সার্কিট পড়ে যায়। এতে স্টিয়ারিংও বন্ধ হয়ে যায়। নদীর প্রবল স্রোতে ফেরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে পদ্মা সেতুর ১৭ নম্বর খুঁটিতে ধাক্কা লাগে।”