পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিন নাম প্রস্তাব জাফরুল্লাহর

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৬, ২০২১, ০৫:০১ পিএম

পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তিন নাম প্রস্তাব জাফরুল্লাহর

পরবর্তী প্রধান নির্বাচন কমিশনা হতে পারেন এমন তিনজনের নাম প্রস্তাব করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। সোমবার (৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনি ওসমানির ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় এ নামগুলো প্রস্তাব করেন তিনি।

ডা. জাফরুল্লাহ পরবর্তী প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) সাখাওয়াত হোসেন, সু-শাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক বদিউল আলম মজুমদার ও মানবাধিকার কর্মী, আইন ও সালিশ কেন্দ্রের সুলতানা কামালের নাম প্রস্তাব করেন।

অনুষ্ঠানে ডা. জাফরুল্লাহ বলেন, পরবর্তী সংসদ নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। এসময় তিনি বলেন, ‘শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই নিরপেক্ষ নির্বাচনের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে’।

Link copied!