পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে শুনেই মির্জা ফখরুল হাসপাতালে: নৌ প্রতিমন্ত্রী

দ্য রিপোর্ট ডেস্ক

ফেব্রুয়ারি ২২, ২০২৩, ০৮:৩৯ পিএম

পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে শুনেই মির্জা ফখরুল হাসপাতালে: নৌ প্রতিমন্ত্রী

বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতিতে বিএনপির বন্ধু রাষ্ট্র পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে শুনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেছেন বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী।

মঙ্গলপুর দিনাজপুরের বিরলে সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন উদ্বোধন করে সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, “অর্থনৈতিক পরিস্থিতিতেও বাংলাদেশ দেউলিয়া হয় নাই। বিএনপি বাংলাদেশকে শ্রীলংকার মতো  বানাতে চেয়েছিল। বিএনপির বন্ধু রাষ্ট্র পাকিস্তান আজকে দেউলিয়া হয়ে গেছে। এটা পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেছে।  পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে-এ কথা শোনার পর মির্জা ফখরুল হাসপাতালে চলে গেছে। এত বড় বন্ধু রাষ্ট্র দেউলিয়া হয়ে গেল আর কোথায় যাবে হাসপাতাল ছাড়া।”

বিএনপি আজকে বাংলাদেশকে অসুস্থ করতে চায়; দেউলিয়া করতে চায় উল্লেখ করে খালিদ মাহমুদ চৌধুরী আরও বলেন, “আওয়ামী লীগ, শেখ হাসিনা দেশের জন‍্য ও জনগণের জন‍্য কাজ করে। তা আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। আওয়ামী লীগের নেতৃত্বে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে উদাহরণ হিসেবে তৈরি করা হয়েছে। নৌকা মার্কায় ভোট দিয়েছিলেন বলে এটা সম্ভব হয়েছে। আজকে যদি বিএনপি ক্ষমতায় থাকত বাংলাদেশও পাকিস্তানের মতো দেউলিয়া হয়ে যেত।”

এসময় ‍তিনি আরও বলেন, শেখ হাসিনা আছে বলেই মুক্তিযুদ্ধের চেতনা আছে,  বঙ্গবন্ধুর আদর্শ  আছে বলেই বাংলাদেশের মানুষ গর্ব করে বুক চিটিয়ে পৃথিবীর মধ‍্যে দাঁড়িয়ে আছে।”

বিএনপি মহাসচিবের সমালোচনা করে আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদক বলেন, “মির্জা ফখরুলরা বলেছিল, সরকার করোনা মোকাবিলা করতে পারবে না। অথচ আজ আমরা করোনা মোকাবিলায় বিশ্বের মধ্যে ৫ম স্থানে আছি। বিএনপির এক মন্ত্রী তাদের আমলে  উত্তরবঙ্গ, নীলফামারী, দিনাজপুর ও রংপুরের লোকজনকে 'মফিজ' বলে কটাক্ষ করেছিল। বিএনপি বাংলাদেশের মানুষকে নিয়ে কটাক্ষ করেছে। আজকে বাংলাদেশের মানুষ বিএনপিকে 'মফিজ' বানিয়ে দিয়েছে। উত্তরবঙ্গের মানুষ মফিজ হয় নাই।”

আওয়ামী লীগ যখনই সুযোগ পেয়েছ; দায়িত্ব পেয়েছে তখনই বাংলার মানুষের জন‍্য কাজ করছে উল্লেখ করে নৌপ্রতিমন্ত্রী বলেন, “আওয়ামী লীগ আগামীতে বাংলাদেশকে উন্নত দেশে নিয়ে যাবে। আমরা দরিদ্রতা জয় করেছি,  মধ‍্যম  আয় থেকে উন্নয়নশীল দেশে গেছি। টার্গেট দিয়েছি ২০৪১ সালের উন্নত বাংলাদেশের। 'প্রধানমন্ত্রী বলেছেন, আমরা উন্নত বাংলাদেশে গিয়ে সমস্ত পৃথিবীকে তাক লাগিয়ে দিব- ১৯৭১ সালের বিজয়ীরা আজকে স্মার্ট বাংলাদেশে পরিণত করেছেন।' আমরা সেভাবে এগিয়ে যাচ্ছি।”

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফছানা কাওছার, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এস এম শাহীনূর ইসলাম, উপজেলা শাখা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সবুজার সিদ্দিক সাগর, সাধারণ সম্পাদক রমাকান্ত রায়।

এর আগে প্রধান অতিথি ফিতা কেটে ও উদ্বোধনী ফলক উন্মোচন করে ভবনটির উদ্বোধন করেন। এরও আগে, বুধবার সকালের দিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রী বিরল উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন‍্য বাদ্যযন্ত্র বিতরণ করেন।

Link copied!