পাবনায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে ৩ জন নিহত ও অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। দুপুরে ঢাকা-পাবনা মহাসড়কের পাবনা সদর উপজেলার মধুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-পাবনার বেড়া উপজেলার পুটিগারা গ্রামের শিউলি খাতুন (২৮), সাথিয়া উপজেলার বৃহস্পতিপুর গ্রামের মোরশেদা বেগম (৭০) এবং সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার জংলিপুর গ্রামের বাসিন্দা ও বাসের হেলপার মো. মজিবর হোসেন (৩০)। আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। নিহতদের মধ্যে শিউলি ও মোরশেদা ঘটনাস্থলে নিহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মজিবর মারা যান।