থানচিতে বুয়েটের কর্মীবাহী গাড়ি খাদে, ৩ নিহত

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২২, ০৫:৩৫ পিএম

থানচিতে বুয়েটের কর্মীবাহী গাড়ি খাদে, ৩ নিহত

বান্দরবানের থানচি উপজেলায় পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পড়ে ৩ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। বৃহস্পতিবার দুপুরে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত ব্যক্তিরা হলেন, মঞ্জুরুল ইসলাম , ঢাকার লালবাগের হামিদুল ইসলাম ও মো. রাজিব। নাম জানা গেলেও তাদের ঠিকানা জানা যায়নি। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, সকালে বুয়েটের গাড়িতে বিশ্ববিদ্যালয়টির ৯ জন কর্মচারী বান্দরবান জেলা শহর থেকে থানচিতে বেড়াতে যাচ্ছিলেন। জেলা শহর থেকে ৫১ কিলোমিটার দূরে থানচি উপজেলার জীবননগরের পাহাড়ের উঁচু ও আঁকাবাঁকা সড়কে নামার সময় তাঁদের বহনকারী মিনিবাসটির চালক নিয়ন্ত্রণ হারান। মিনিবাসটি সড়ক থেকে ছিটকে খাড়া পাহাড় গড়িয়ে প্রায় আড়াই হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। এতে যাত্রীরা পাহাড়ের বিভিন্ন স্থানে পড়ে মারাত্মক আহত হন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাকবলিত গাড়িতে চালক ছাড়া বাকি সবাই বুয়েটের সিকিউরিটি গার্ড ছিলেন। এ ঘটনায় আহত ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Link copied!