পিকে হালদারকে ৭ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ২৬, ২০২২, ০৭:৩৮ পিএম

পিকে হালদারকে ৭ জুলাইয়ের মধ্যে আদালতে হাজির হতে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ

দুদকের মামলায় প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদারসহ ১০ আসামিকে আদালতে হাজির হতে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ আগামী ৭ জুলাইয়ের মধ্যে বিজি প্রেসকে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করার আদেশ দেন।

২০২১ সালের নভেম্বরে ৪২৬ কোটি টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জন ও বিভিন্ন ব্যাংক হিসাবে প্রায় ৬ হাজার ৮০ কোটি টাকা লেনদেনের অভিযোগে পিকে হালদারসহ মোট ১৪ জনের বিরুদ্ধে চার্জশীট অনুমোদন করে দুদক।

যাদের নামে বিজ্ঞপ্তির আদেশ হয়েছে তারা হলেন- পিকে হালদারের মা লিলাবতী হালদার, পূর্ণিমা রানী হালদার, উত্তম কুমার মিস্ত্রি, অমিতাভ অধিকারী, প্রিতিশ কুমার হালদার, রাজিব সোম, সুব্রত দাস, অনঙ্গ মোহন রায় ও স্বপন কুমার মিস্ত্রি।

২০২০ সালের ৮ জানুয়ারি অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন সংস্থার সহকারী পরিচালক মামুনুর রশীদ চৌধুরী। মামলার এজাহারে বলা হয়, পিকে হালদার বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২৭৪ কোটি ৯১ লাখ ৫৫ হাজার ৩৫৫ টাকার অবৈধ সম্পদ নিজ দখলে রেখেছেন। গত ২৭ মার্চ মামলার আসামিদের বিরুদ্ধে দুদকের অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেওয়া হয়। বুধবার পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের পর গেজেট বিজ্ঞপ্তির এই আদেশ আসল।

হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠার পর পালিয়ে থাকা পিকে হালদার গত ১৪ মে ভারতের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয়ের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট- ইডি’র হাতে গ্রেপ্তার হয়।

Link copied!