জুলাই ১০, ২০২৩, ০৭:৩৯ পিএম
অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলা মামলায় প্রশান্ত কুমার (পি কে) হালদারের বান্ধবী এবং ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভাইস প্রেসিডেন্ট নাহিদা রুনাইয়ের জামিন স্থগিত করেছেন হাইকোর্ট।
সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াত সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ছয় মাসের জন্য জামিন স্থগিতের আদেশ দেন। পাশাপাশি নাহিদা রুনাইয়ের জামিন কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন হাইকোর্ট।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি নাহিদা রুনাইকে জামিন দেন ঢাকা মহানগর বিশেষ জজ আদালত। পরে গতকাল রবিবার বিচারিক আদালতের দেওয়া জামিন বাতিল চেয়ে আবেদন করে দুদক। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান।
২০২১ সালের ২৫ জানুয়ারি অর্থ আত্মসাৎ করে পাচারের অভিযোগে করা মামলায় নাহিদার বিরুদ্ধে মামলা করেদুদকের সহকারী পরিচালক নারগিস সুলতানা।
পি কে হালদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড (আইএলএফএসএল) থেকে আড়াই হাজার কোটি টাকা, ফাস ফাইন্যান্স থেকে ২ হাজার ২০০ কোটি টাকা, পিপলস লিজিং থেকে ৩ হাজার কোটি টাকা ও রিলায়েন্স ফাইন্যান্স থেকে আড়াই হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।
মামলায় আরও অভিযোগ করা হয়েছে, ‘পি কে হালদারের অর্থপাচারের বিষয়গুলো দেখভাল করতো নাহিদা। এছাড়া বাংলাদেশ ব্যাংকসহ অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান ও সরকারের ওপর মহলকে ম্যানেজ করতো সে। আর এসব কাজের পুরস্কার হিসেবে নাহিদাকে শূন্য থেকে কোটিপতি বানায় পি কে হালদার। তার টাকা পাচারেরো অন্যতম সহযোগী এই নাহিদা রুনাই। কোন প্রতিষ্ঠান থেকে কত টাকা আত্মসাৎ ও পাচার হচ্ছে সেই হিসাবও রাখতো সে। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাসহ আর্থিক প্রতিষ্ঠান ও বিভিন্ন মহলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করতে রুনাইয়ের দক্ষতা অপরিসীম। সে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ‘ম্যানেজ’ করতে সিদ্ধহস্ত।’
ওই মামলায় ২০২১ সালের ১৬ মার্চ দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ারের নেতৃত্বে একটি টিম রাজধানীর মতিঝিল এলাকা থেকে নাহিদা রুনাইকে গ্রেফতার করে।