পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৯, ২০২৩, ০১:৪৮ পিএম

পুকুর থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ শহরের একটি পুকুর থেকে আওয়ামী লীগ নেতা বাদল রহমানের (৬২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (৯ জুলাই) সকালে কিশোরগঞ্জ জেলা শহরের চরশোলাকিয়া এলাকার ব্যাপারি বাড়ির পুকুর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কিশোরগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি ছিলেন।

নিহতের বড় ভাই আতাউর রহমান খান মিলন জানান, তাঁর ছোট ভাইকে খুন করে পুকুরে ফেলে দেওয়া হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ আফজল বলেন, বাদল রহমান আমাদের সংগঠনের একজন সক্রিয় নেতা। সকালে তাঁর মৃত্যুর খবর শুনতে পাই। ঘটনাস্থলে গিয়েছিলাম। আমি তাঁর রহস্যজনক এই মৃত্যুর কারণ জানতে চাই। এ বিষয়ে অধিকতর তদন্তের জন্য পুলিশকে অনুরোধ করব।

পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, রবিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্বাভাবিক-অস্বাভাবিক দুই বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে।

Link copied!