চেয়ারম্যান, মেম্বার প্রার্থীদের অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় ছত্রভঙ্গ

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৩১, ২০২২, ০১:১৩ পিএম

চেয়ারম্যান, মেম্বার প্রার্থীদের অবস্থান কর্মসূচি পুলিশি বাধায় ছত্রভঙ্গ

সুষ্ঠ নির্বাচনের দাবিতে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে চেয়ারম্যান, মেম্বার প্রার্থীদের অবস্থান কর্মসূচী পুলিশি বাধায় ছত্রভঙ্গ হয়েছে। এসময় আন্দোলনকারীদের কাছ থেকে ব্যানার খুলে কাফনের কাপড় ও বিষের বোতল নিয়ে যায় পুলিশ।

কেনো বাধা দেয়া হয়েছে জানাতে চাইলে শেরে বাংলা নগর থানার ওসি  উৎপল বড়ুয়া বলেন, “এখানে এভাবে বসার কোনো সুযোগ নাই। এটা সরকারি প্রতিষ্ঠান।  যদি তারা আমাদের কথা না শোনে তাহলে আমরা তাদের গ্রেপ্তার করবো। সরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তার স্বার্থে তাদের উঠিয়ে দেয়া হয়েছে।”

সুষ্ঠ নির্বাচনের দাবিতে নোয়াখালীর জেলার হাতিয়া উপজেলার ১নং হরনি ও ২ নং চানন্দী ইউনিয়নের ২ জন ইউপি চেয়ারম্যান ও ২৫ জন মেম্বার পার্থী সহ ২৭ জন প্রার্থী বিষের বোতল ও কাফনের কাপড়সহ আগারগাঁওয়ের নির্বাচন কমিশন (ইসি) ভবনের সামনে অবস্থান করেছেন।

Link copied!