পোর্ট সুদান থেকে ১৩৫ বাংলাদেশি জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছেন

দ্য রিপোর্ট ডেস্ক

মে ৭, ২০২৩, ০৩:৪৪ পিএম

পোর্ট সুদান থেকে ১৩৫ বাংলাদেশি জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছেন

সুদানের সেনাবাহিনী এবং দেশটির আধা সামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) মধ্যে চলমান সংঘর্ষে আটকে পড়া ৬৭৫ জন বাংলাদেশিদের মধ্যে ১৩৫ জন সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছেন। পোর্ট সুদান থেকে জাহাজে করে তাদের জেদ্দায় নিয়ে যাওয়ার কথা থাকলেও জাহাজ না পাওয়ায় উড়োজাহাজে করে তাদের জেদ্দায় নেওয়া হচ্ছে।

জেদ্দার বাংলাদেশ মিশনের এক কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আটকেপড়া অন্যদের কীভাবে নেওয়া হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে জানা  গেছে।

এর আগে, গত বুধবার সুদানের রাজধানী খার্তুম থেকে ১৩টি বাসে আটকে পড়া ৬৭৫ জন বাংলাদেশি পোর্ট সুদানে পৌঁছায়। ট্রাভেল পারমিট ইস্যু ও জাহাজের শিডিউল পেতে দেরি হওয়ায় তারা জেদ্দায় পৌঁছাতে পারছিলেন না। পরে ফ্লাইটে রবিবার (৭ মে) সকালে ১৩৫ জনকে জেদ্দায় নেওয়া হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সুদান থেকে জেদ্দা পৌঁছানোর পরই  বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে তাঁদের ঢাকায় ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করা হবে।

প্রসঙ্গত, গত ১৫ এপ্রিল থেকে দেশটির সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ চলছে। সংঘর্ষে এ পর্যন্ত চার শতাধিক মানুষ নিহত হয়েছেন। তাদের মধ্যে বেসামরিক লোকজন ছাড়াও জাতিসংঘ কর্মী, মিসরের সহকারী প্রতিরক্ষা উপদেষ্টাও রয়েছেন।

সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে প্রায় ৭০০ বাংলাদেশি দেশে ফেরত আসার জন্য নিবন্ধন করেছেন।

Link copied!