পৌরকর্মী হত্যায় সাবেক মেয়র হাজতে

দ্য রিপোর্ট ডেস্ক

মার্চ ১৬, ২০২২, ০৮:৪৫ পিএম

পৌরকর্মী হত্যায় সাবেক মেয়র হাজতে

পাবনার সুজানগর পৌরসভার কর্মচারী আল আমিন হত্যার ঘটনায় পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা তোফাজ্জল হোসেন তোফা, তার ভাই যুবলীগ নেতা জুয়েলসহ ৩৩ জনকে আসামি করে মামলা করেছে নিহতের পরিবার।

এ ঘটনায় সাবেক মেয়র তোফা, তার ভাই পৌর যুবলীগ সভাপতি মো. জুয়েল, তাদের সমর্থক গৌর ও লিটনকে অস্ত্রসহ গ্রেপ্তার করে আজ বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে, গত সোমবার আদালত থেকে ফেরার পথে সুজানগরে ২ ভাইয়ের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সুজানগর পৌরসভার টিকাকর্মী আল আমিন (২৭) নিহত হন এবং তার ভাই রজব আলিকে গুরুত্বর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পর পুলিশ অস্ত্রসহ সাবেক মেয়র তোফা, তার ভাই জুয়েলসহ ৪ জনকে গ্রেপ্তার করে। পরে আজ আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়।

Link copied!