প্রথমবারের মতো বিতর্কে বিশ্বসেরার মুকুট বাংলাদেশের

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৮, ২০২২, ১১:৪৩ এএম

প্রথমবারের মতো বিতর্কে বিশ্বসেরার মুকুট বাংলাদেশের

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি ডিবেটিং চ্যাম্পিয়নশিপ ২০২২ এর শিরোপা জিতলো ব্র্যাক ইউনিভার্সিটি। বিশ্ব বিতর্কের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ আসরকে বলা হয় বিতর্কের বিশ্বকাপ। বাংলাদেশের পক্ষে প্রথমবারের মতো মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতার শিরোপা জিতলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাজিদ খন্দকার এবং সৌরদীপ পাল।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতার ফাইনাল।

ফাইনালে ওঠার আগে তারা হারিয়েছে যুক্তরাষ্ট্রের আইভি লিগের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হার্ভার্ড, শিকাগো, স্ট্যানফোর্ড ও যুক্তরাজ্যের অক্সফোর্ড, ক্যামব্রিজের মতো বিশ্ববিদ্যালয়ের টিমগুলোকে। আর ফাইনালে হারিয়েছে যুক্তরাষ্ট্রের প্রিন্সটন, ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরের মতো শিক্ষাপ্রতিষ্ঠানকে।

বিতর্কের বিষয় ছিল “This House Supports a decline in global reliance on the dollar” আর এবারের বিতর্ক প্রতিযোগিতার আয়োজক ছিল বেলগ্রেড।

আন্তর্জাতিক বিতর্ক চ্যাম্পিয়নশিপ-এ ইতিহাসে প্রথমবারের মত বাংলাদেশের কোন টিম চ্যাম্পিয়ান হয়েছে। শুধু বাংলাদেশের প্রথম টিম? না। এশিয়ার প্রথম দল হিসেবে তাদের এই অর্জন।

Link copied!