প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে আলালের বিরুদ্ধে জিডি

দ্য রিপোর্ট ডেস্ক

ডিসেম্বর ৭, ২০২১, ১০:০৮ পিএম

প্রধানমন্ত্রীকে কটুক্তির অভিযোগে আলালের বিরুদ্ধে জিডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তির অভিযোগে বিএনপি যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের বিরুদ্ধে আজ ৭ ডিসেম্বর (মঙ্গলবার) শাহবাগ থানায় জিডি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। জিডি নাম্বার ৪৭৪।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি-অপারেশন) মো. কামরুজ্জামান দ্য রিপোর্টকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “আমাদের কাছে অভিযোগ এসেছে সাধারণ ডায়রি নেয়া হয়েছে। অভিযোগের কপি সিআইডিতে তদন্তের জন্যে পাঠানো হয়েছে। স্যারের সাথে কথা বলে মামলা নেয়া হবে।”

জিডির কপি

জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পপুলেশন সাইন্স বিভাগের ১৭-১৮ বর্ষের শিক্ষার্থী নূরউদ্দীন আহম্মেদ জানায়, “আমি অভিযোগ দিয়েছি। সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করা হয়েছে, বাকিটা তদন্ত করে জানানো হবে।”

অভিযোগের নথিতে একটি ফেসবুক ভিডিও লিংক উল্লেখ করে বলা হয়, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে উক্ত ভিডিওতে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য বাদী দেখতে পেয়েছেন। যা সরকার ও দেশের জনগণের জন্য হেয় প্রতিপন্ন ও মানহানিকর।’

Link copied!