উজরা জেয়া বাংলাদেশ সফরে যাদের সাথে সাক্ষাৎ করবেন

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ১০, ২০২৩, ১১:৩৩ এএম

উজরা জেয়া বাংলাদেশ সফরে যাদের সাথে সাক্ষাৎ করবেন

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া তাঁর বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন । 

এছাড়া মার্কিন প্রতিনিধি দলটি কক্সবাজারে দিনব্যাপী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবে বলে জানা গেছে। মঙ্গলবার (১১ জুলাই) দলটি ঢাকায় এসে পৌঁছাবে এবং শুক্রবার (১৪ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করবে। এই সময়ের মধ্যে নিজস্ব ব্যবস্থাপনায় সুশীল সমাজের প্রতিনিধি, শ্রমিক নেতাসহ আরও কয়েকজনের সঙ্গে দেখা করতে পারে মার্কিন দলটি।

পররাষ্ট্র সচিব পদমর্যাদার কর্মকর্তা উজরা জেয়ার মূল বৈঠকটি হবে মাসুদ বিন মোমেনের সাথে। সেখানে রোহিঙ্গা, শ্রম পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা, নির্বাচন, বাকস্বাধীনতাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হতে পারে।

এ বিষয়ে সরকারের এক কর্মকর্তা বলেন, আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার কাজের ক্ষেত্রটি অনেক বড়। তিনি বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়গুলোর জন্য দায়িত্বপ্রাপ্ত। এছাড়া মানবপাচার বিষয়টিও তার কাজের অন্তর্ভুক্ত। ফলে মার্কিন দলটির প্রতিটি বৈঠকের আলাদা গুরুত্ব রয়েছে।

তিনি জানান, উজরা জেয়ার সাথে বৈঠকের জন্য সরকারের পক্ষ থেকে প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

উজরা জেয়ার দায়িত্বের মধ্যে রয়েছে বেসামরিক নিরাপত্তা খাত এবং এ বিষয় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে তার আলোচনা হবে।

আইনমন্ত্রী আনিসুল হকের সাথে নির্বাচন, ডিজিটাল সিকিউরিটি আইনসহ অন্যান্য বিষয় নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা হবে।

প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সাথেও বৈঠক হবে মার্কিন দলের। 

Link copied!