প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন উজরা জেয়া

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৩, ২০২৩, ১০:৩৩ এএম

প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন উজরা জেয়া

ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সফররত বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের গণতন্ত্র, মানবাধিকার ও বেসামরিক জনগণের নিরাপত্তাবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এবং দেশটির দক্ষিণ ও মধ্য-এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল গণভবনে তাঁদের এই সৌজন্য সাক্ষাৎ হয়।

এ সময় তাদের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সাক্ষাতে বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন, যুক্তরাষ্ট্রের ভিসা নীতি, রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন ইস্যুতে আলোচনা হয়।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

এরপর বৃহস্পতিবার রাত পর্যন্ত ধারাবাহিক বৈঠক করবেন উজরা জেয়া।

এর মধ্যে দুপুরে আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সাথে আলাদা বৈঠক করবেন তিনি।

এর আগে, তিন দিনের সফরে মঙ্গলবার (১১ জুলাই) উজরা জেয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে। দেশটির দক্ষিণ এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর প্রতিনিধিদলে রয়েছেন। রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন। 

১৪ জুলাই পর্যন্ত মার্কিন প্রতিনিধি দলটি বাংলাদেশে অবস্থান করবে। এ সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে বৈঠক করবেন উজরা জেয়া।

বৈঠকে, রোহিঙ্গা, শ্রম পরিস্থিতি, বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড, র‍্যাবের ওপর নিষেধাজ্ঞা, নির্বাচন, বাকস্বাধীনতাসহ নানা ইস্যুতে আলোচনা হতে পারে। সফর শেষে উজরা জেয়া শুক্রবার দেশ ত্যাগ করবেন।

Link copied!