আগস্ট ৪, ২০২১, ১১:৪৪ পিএম
প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের আগামী সাত আগস্ট থেকে করোনার টিকা দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের জন্য কার্যকর টিকা নিয়ে পর্যােলোচনা করা হচ্ছে।
বুধবার (৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
অধ্যাপক খুরশিদ আলম বলেন, প্রসূতি ও দুগ্ধদানকারী মায়েদের আগামী সাত আগস্ট থেকে করোনা ভাইরাসের টিকা দেওয়া হচ্ছে না, তাদের জন্য কোন টিকা বেশি কার্যকর তা ভেবে এটা দেয়া হবে। তাদেরকে টিকা দেয়ার ব্যাপারে জাতীয় কমিটির সুপারিশ স্বাস্থ্য অধিদপ্তরে এসে পৌঁছেছে। এটা নিয়ে আমরা কাজ করছি। দ্রুতই তাদের টিকা দেয়া হবে।
এর আগে জাতীয় টিকা পরামর্শক কমিটি নাইট্যাগ স্বাস্থ্য অধিদপ্তরের কাছে অন্তঃসত্ত্বা এবং দুগ্ধদানকারী মায়েদের করোনাভাইরাসের টিকা দেওয়ার সুপারিশ করে।
তিনি আরও বলেন, যাদের এনআইডি নেই, তারা এনআইডি অফিসে আবেদন করলে দ্রুত তা দেয়া হবে। এ বিষয়ে এন আইডি অফিসের সঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের কথা হয়েছে।