ফতুল্লায় ট্রলারডুবি: লঞ্চের ২ মাস্টারসহ আটক ৪

দ্য রিপোর্ট ডেস্ক

জানুয়ারি ৬, ২০২২, ১২:৪২ এএম

ফতুল্লায় ট্রলারডুবি: লঞ্চের ২ মাস্টারসহ আটক ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী ট্রলারডুবির ঘটনায় ট্রলারকে ধাক্কা দেওয়া লঞ্চ এমভি ফারহান-৬ জব্দ করা হয়েছে। ওই লঞ্চের দুই মাস্টার ও দুই চালককে আটক করেছে নৌ পুলিশ।

বুধবার রাতে বিআইডব্লিউটিএ’র যুগ্ম পরিচালক জয়নাল আবেদীন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এমভি ফারহান-৬ লঞ্চটির রুট পারমিট বাতিল করা হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া, এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলেও জানানো হয়।

লঞ্চ মালিক সমিতি জানিয়েছে, এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চটির মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু।

এদিকে, সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়েও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাননি এবং জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ট্রলারটি যাত্রী নিয়ে বক্তাবলী খেয়াঘাট থেকে ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে যাচ্ছিল। ঘন কুয়াশার কারণে ট্রলারটি স্পষ্ট দেখা না যাওয়ায় যাত্রীবাহী লঞ্চের সঙ্গে ধাক্কা লাগে। সঙ্গে সঙ্গেই ট্রলারটি নদীতে তলিয়ে যায়।

তিনি আরও জানান, অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অন্তত ১০ জন যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন।

Link copied!