ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, এক ফায়ার ফাইটার আহত

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ৪, ২০২৩, ১০:৩৫ এএম

ফায়ার সার্ভিস সদর দপ্তরে হামলা, এক ফায়ার ফাইটার আহত

রাজধানীর বঙ্গবাজারে লাগা আগুন রাস্তার বিপরীত পাশের মার্কেটসহ আরও চারটি মার্কেটে ছড়িয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। মার্কেটগুলো হচ্ছে-বঙ্গবাজার, আদর্শ মহানগর মার্কেট, ইসলামিয়া মার্কেট ও হোমিও মার্কেট। আগুন নিয়ন্ত্রণে আরও কাজ করছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সেনারাও। বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) সদস্যরাও আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।

বৈরি  আবহাওয়ার কারণে ফায়ার সার্ভিসের আপ্রাণ চেষ্টা পরেও বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। এরমধ্যেই বিক্ষুব্ধ জনতা ফায়ার সার্ভিসের সদর দপ্তরে হামলা করে।

হামলার বিষয়টি স্বীকার করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রিমা খানম গণমাধ্যমকে বলেন, আমাদের লোকজন আগুন নিয়ন্ত্রণে আহত হচ্ছেন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি আগুন নিয়ন্ত্রণে আনতে। কিন্তু কিছু মানুষ আমাদের সদর দপ্তরে এসে অফিসে হামলা করেছে। গাড়িও ভাঙচুর করেছে।

সকাল পৌনে ১০টার দিকে এ হামলা চালানো হয়। এর কিছুক্ষণ পর বিক্ষুব্ধ জনতার হাত থেকে বাঁচতে ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে নিরাপদে অবস্থান নেন।

হামলায় একজন ফায়ার ফাইটার আহত হয়েছেন। তাকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।

Link copied!