মে ৬, ২০২১, ১০:১৭ পিএম
দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী পাসপোর্টের জন্য ফিঙ্গার প্রিন্ট ও আবেদনকারীর স্বাক্ষর থাকা বাধ্যতামূলক হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্ষেত্রে সেই শর্ত শিথিল করা হয়েছে।
করোনাক্রান্ত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বেগম জিয়ার এমআরপি পাসপোর্টের জন্য আবেদন করা হয়েছে।
জানা গেছে, খালেদা জিয়ার পাসপোর্টের ফি জমা দেয়া হয়েছে। দ্রুততম সময়ের মধ্যেই সেটি দেয়া হবে। ২০১৯ সালে পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে বিএনপি নেত্রীর।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী একটি গণমাধ্যমকে জানান, দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তার পক্ষে আবেদন করা হয়েছে। নিয়ম অনুযায়ী তিনি দ্রুততম সময়ে পাসপোর্ট পাবেন।