ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০

দ্য রিপোর্ট ডেস্ক

জুলাই ২৩, ২০২২, ১২:৫০ এএম

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০

কিশোরগঞ্জের কটিয়াদীতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় হুমায়ুন কবির (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। শুক্রবার সকালে উপজেলার ধুলদিয়া ইউনিয়নের রায়খলা ও সতরদোন গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা বলছে, বৃহস্পতিবার বিকেলে ধুলদিয়া এলাকায় হাজি শামসউদ্দীন উচ্চবিদ্যালয় মাঠে সতরদোন গ্রামের ছেলেরা খেলতে আসে। এ সময় রায়খলা গ্রামের ছেলেরাও খেলতে চাইলে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। এ ঘটনার জেরে সন্ধ্যার দিকে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সকালে তাদের মধ্যে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টেঁটার আঘাতে গুরুতর আহত হন হুমায়ুন। পরে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

Link copied!