ফের বেড়েছে ডিম ও মুরগির দাম, কমেছে পেঁয়াজ

দ্য রিপোর্ট ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২২, ১২:৩৪ পিএম

ফের বেড়েছে ডিম ও মুরগির দাম, কমেছে পেঁয়াজ

সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে আবারও বেড়েছে ডিমের দাম। ডজনে ডিমের দাম বেড়েছে ১০ টাকা। । সেই সঙ্গে বাড়ছে ব্রয়লার ও সোনালি মুরগির দামও।

তবে অপরিবর্তিত রয়েছে বেশিরভাগ সবজির দাম। পাশাপাশি মাছের দামেও তেমন পরিবর্তন আসেনি। সবজি, মাছ আগের মতোই চড়া দামে বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বেশিরভাগ ব্যবসায়ী ডিমের ডজন বিক্রি করছেন ১৩০ টাকা। এক সপ্তাহ আগে ডিমের ডজন ছিল ১২০ টাকা।

দু-তিন দিন আগে ব্রয়লার মুরগির দাম রাখা হচ্ছিল ১৪০ থেকে ১৫০ টাকা কেজি। গতকাল সেটা বিক্রি হয়েছে ১৬০ থেকে ১৭০ টাকায়। কোথাও কোথাও ব্রয়লার মুরগি ১৭৫ টাকা কেজি বিক্রি হতে দেখা গেছে। অর্থাৎ ব্রয়লার মুরগির দাম কেজিতে ২০ থেকে ২৫ টাকা বেড়েছে। বেড়েছে সোনালি মুরগির দামও। ২৮০ থেকে ২৯০ টাকা কেজির সোনালি মুরগি এখন বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩১০ টাকায়।

এদিকে ডিমের দাম বাড়লেও কমেছে পেঁয়াজের দাম। খুচরা ব্যবসায়ীরা দেশি পেঁয়াজের কেজি বিক্রি করছেন ৪০ থেকে ৪৫ টাকা। এক সপ্তাহ আগে পেঁয়াজের কেজি ছিল ৪৫ থেকে ৫০ টাকা। আর পাইকারিতে পেঁয়াজের কেজি ৩০ টাকাতেও বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগে পাইকারিতে পেঁয়াজের কেজি ৩৫ টাকার ওপরে ছিল।

কিছুদিন আগে অস্বাভাবিক দাম বেড়ে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা হয়ে যায়। তবে গত সপ্তাহে দাম কমে কাঁচা মরিচের কেজি ৪০ টাকায় নেমে আসে। সপ্তাহের ব্যবধানে কাঁচা মরিচের দামে কোনো পরিবর্তন আসেনি। গত সপ্তাহের মতো বেশিরভাগ ব্যবসায়ী এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ১৫ টাকায় বিক্রি করছেন। আর এক কেজি কাঁচা মরিচ বিক্রি করছেন ৪০ থেকে ৫০ টাকা।

Link copied!