ফের রক্তাক্ত উখিয়া ক্যাম্প, গুলিতে প্রাণ ঝরলো আরেক রোহিঙ্গা নেতার

দ্য রিপোর্ট ডেস্ক

এপ্রিল ১৬, ২০২৩, ০৯:২৯ এএম

ফের রক্তাক্ত উখিয়া ক্যাম্প, গুলিতে প্রাণ ঝরলো আরেক রোহিঙ্গা নেতার

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ‘সশস্ত্র সন্ত্রাসী’দের গুলিতে রওশন আলী(৫৫) নামে এক সাব মাঝি মারা গেছেন। নিহত রওশন আলী ক্যাম্প-১৩ এর ই-ব্লকের জালাল আহমেদের ছেলে। তিনি ওই ক্যাম্পের ই-ব্লক ব্যবস্থাপনায় নিয়োজিত পরিচালনা কমিটির উপ কমিউনিটি নেতা (সাব মাঝি) ছিলেন।

শনিবার (১৫এপ্রিল) বিকেলে উখিয়া পালংখালী ইউনিয়নের থাইংখালী ১৩নং ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

 

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ওই ব্লকের মাঝি (কমিউনিটি নেতা) কামাল হোসেনের চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন রওশন আলী। এমন সময় কয়েকজন অস্ত্রধারী রোহিঙ্গা উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১৩ এর ই-ব্লকের দায়িত্বপ্রাপ্ত রোহিঙ্গা নেতা (সাব মাঝি) রওশন আলীকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।' 

 

উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী গুলিতে নিহত হওয়ার  বিষয়টি স্বীকার করে গণমাধ্যমকে জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটকের জন্য অভিযান চলছে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে আধিপত্য বিস্তার ও পূর্বশত্রুতার জেরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে জানান উখিয়া থানার এই ভারপ্রাপ্ত কর্মকর্তা।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোজিঙ্গা ক্যাম্পগুলোতে খুনের ঘটনা বেড়ে গেছে। কক্সবাজার জেলা পুলিশের তথ্য অনুযায়ী ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে ২০২২ সাল পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্পে ১২৯টি হত্যাকাণ্ড হয়েছে। শুধু চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৮টি হত্যাকাণ্ড হয়েছে। নিহতদের বেশিরভাগই রোহিঙ্গা ক্যাম্পের কমিউনিটি নেতা ও স্বেচ্ছাসেবক।

Link copied!