ফ্লাইওভারের পিলারে ‘বড় সমস্যা’ পায়নি তদন্ত কমিটি

দ্য রিপোর্ট ডেস্ক

নভেম্বর ২, ২০২১, ০৮:৪৯ পিএম

ফ্লাইওভারের পিলারে ‘বড় সমস্যা’ পায়নি তদন্ত কমিটি

চট্টগ্রাম মহানগরীর এম এ মান্নান উড়ালসড়কের কালুরঘাটমুখী র‌্যাম্পের পিলারে কোন ‘বড় সমস্যা’ খুঁজে পাননি নিরপেক্ষ তদন্ত কমিটির সদস্যরা। মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে কমিটির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে পিলার পর্যবেক্ষণ করে এই মন্তব্য করেন।  

এখনো কোন বিস্তারিত প্রতিবেদন জমা দেননি। লিখিত প্রতিবেদনে বিস্তারিত জানাবেন তারা।

এর আগে, গত ২৬ অক্টোবর ফাঁটল দেখা দেওয়ার পর থেকে র‍্যাম্পে গাড়ি চলাচল বন্ধ রয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম সিটি করপোরেশন দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করে। কমিটির সদস্যরা হলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক এবং ইনস্টিটিউট অব আর্থকোয়েক ইঞ্জিনিয়ারিং রিসার্চের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আবদুর রহমান ভূঁইয়া এবং সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. হাফিজুর রহমান। র‌্যাম্পটি পরিদর্শনের সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামও।

গত ২৬ অক্টোবর সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বহদ্দারহাটের উড়ালসড়কের র‍্যাম্পের একটি পিলারে ‘ফাটলের’ খবর ও ছবি ছড়িয়ে পড়ার পর ওই অংশে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়ে।

নির্মাণকাজ শেষে চার বছর আগে এই র‍্যাম্প যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছিল।  তার আগে ফ্লাইওভারটির গার্ডার ধ্বসে ১৪ জন নিহত হন। 

Link copied!